Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
কাটাখালী গণকবর
বিস্তারিত

কাটাখালী গণকবর । ১৯৭১ সালের ২৫ মার্চ  হানাদার বাহিনী কর্তৃক ঢাকা শহরে হত্যাযজ্ঞের খবর পেয়ে গোবিন্দগঞ্জ উপজেলার মুক্তিপাগল জনতা পাক হানাদার বাহিনীর অগ্রযাত্রা রোধকল্পে ২৭ মার্চে রংপুর-ঢাকা মহাসড়কের কাটাখালী ব্রীজ ভাঙ্গার কাজে অংশগ্রহণ করে । উক্ত সময়ে রংপুর দিক থেকে আসা পাক হানাদার বাহিনীর গুলিতে আ: মান্নান আকন্দ,মনোরঞ্জন চন্দ্র মোহন্ত (বাবলু), বাবু দত্ত, আ: মজিদ সহ অজ্ঞাতনামা এক বালক শহীদ হন । পাক হানাদার বাহিনী ব্রীজের পার্শ্বে ক্যাম্প স্থাপন করে বিভিন্ন স্থানে ঘর-বাড়ীতে অগ্নিসংযোগ করে । কাটাখালী কবতোয়া নদীর চরোভূমি হত্যাযজ্ঞের লীলাভূমিতে পরিণত হয় ।